sgpt নরমাল কত ? রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত

sgpt হলো লিভার ফাংশন টেস্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পরিমাণ কম কিংবা বেশি হলে লিভারে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। তাই আজকের পোস্টে আমরা আলোচনা করব sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত। আমরা আরো আলোচনা করব sgpt test meaning, sgpt test price in bangladesh, sgpt কমানোর ঔষধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত। 
sgpt নরমাল কত
আপনি যদি sgpt সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই। তাহলে চলুন জেনে নেওয়া যাক sgpt টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা।

রক্তে sgpt বেড়ে গেলে কি হয় 

রক্তে sgpt এর পরিমাণ বেড়ে যাওয়া লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে আবার এটি লিভারের ক্ষতির লক্ষণ হতে পারে। মোটকথা sgpt বেড়ে যাওয়া লিভারের ক্ষতি বা প্রদাহ নির্দেশ করে। রক্তে sgpt বেড়ে গেলে নিম্নোক্ত সমস্যাগুলো হতে পারে।

লিভার ডিজিজ: রক্তে sgpt এর মাত্রা বেড়ে গেলে লিভারের কোষে প্রদাহ হতে পারে অর্থাৎ লিভারের ক্ষতি হতে পারে।

ফ্যাটি লিভার ডিজিজ: লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়। যার কারণে sgpt মাত্রা বেড়ে যেতে পারে।
হেপাটাইটিস ( A,B,C ইত্যাদি): ভাইরাল হেপাটাইটিস বা ভাইরাসজনিত সংক্রমণ লিভারের কোষ নষ্ট করে। যার কারণে sgpt বেড়ে যেতে পারে।


ওষুধ জনিত কারণে: কিছু কিছু ঔষধ যেমন প্যারাসিটামল, ব্যথানাশক, স্ট্যাটিন, বা কিছু অ্যান্টিবায়োটিক এর কারণে রক্তে sgpt এর মাত্রা বেড়ে যেতে পারে।

অ্যালকোহল পান: অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করার ফলে রক্তে sgpt বেড়ে যেতে পারে এবং লিভারের ক্ষতি হতে পারে।

উপরিক্ত তথ্য থেকে আমরা জানলাম রক্তে sgpt এর মাত্রা বেড়ে গেলে কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত। এখন আমরা জানবো রক্তে sgpt এর পরিমাণ বেড়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে। লক্ষণগুলো নিম্নরূপ:

  • শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে
  • চোখ ও ত্বকে হালকা হলুদাভাব দেখা দিতে পারে
  • ক্ষুধামন্দা ও বমি বমি ভাব হতে পারে
  • গাঢ় প্রসাব বা ফ্যাকাসে মল হতে পারে
  • পেটের ডান পাশে ব্যথা করতে পারে
  • শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে
উপরের লক্ষণগুলো দেখা দিলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। আজকের আর্টিকেল থেকে আমরা জানবো sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত।

sgpt test meaning 

sgpt হল Serum Glutamic Pyruvic Transaminase এর সংক্ষিপ্ত রূপ। এটি আরো ALT (Alanine Aminotransferase) নামেও পরিচিত। অর্থাৎ sgpy হলো একটি লিভার এনজাইম। রক্তে sgpt এর পরিমাণ কম বা বেশি হলে লিভারে নানা রকম সমস্যা দেখা দেয়। sgpt লিভার ব্যতীত কিডনি, হার্ট, এমনকি পেশীতেও পাওয়া যায়। রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করতে হয়। যখন লিভার ক্ষতিগ্রস্ত হয় তখনই এই এনজাইম রক্তে বেশি পরিমাণে চলে আসে। 


তাই sgpt বেড়ে যাওয়া মানে লিভারের সমস্যার ইঙ্গিত বা পূর্বাভাস দেওয়াকে বোঝায়। এর পরিমাণ বৃদ্ধি পেলে লিভার কোষগুলোতে আস্তে আস্তে ক্ষতি বা প্রদাহের সৃষ্টি হয়। আজকের আর্টিকেলের থেকে জানার বিষয় হচ্ছে sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত।

sgpt নরমাল কত 

অনেকেই হয়তো জানে না sgpt এর নরমাল ভ্যালু বা পরিতাণ কত। sgpt হলো Serum Glutamic Pyruvic Transaminase শব্দের সংক্ষিপ্ত রূপ। এটিকে ALT মানে Alanine Aminotransferase ও বলা হয়ে থাকে। পুরুষদের sgpt এর স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে ১০ থেকে ৪০ ইউনিট পর্যন্ত হয়ে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে প্রতি লিটারে ৭ থেকে ৩৫ ইউনিট পর্যন্ত হয়ে থাকে। তবে বিভিন্ন ধরনের হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারের মানের ওপর নির্ভর করে এর পরিমাণ কম বা বেশি হতে পারে। 


তবে উক্ত সীমার মধ্যে থাকলে ধরা যায় আপনার লিভার সুস্থ আছে। এর চেয়ে কম কিংবা বেশি হলেই লিভারে নানা রকম ইঙ্গিত বা লক্ষণ দেখা দেয়। ইতিমধ্যেই উপরোক্ত ইঙ্গিত বা লক্ষণ সম্পর্কে জেনে গেছি। আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত।

sgpt কমানোর ঔষধ 

প্রিয় পাঠক আজকে আর্টিকেল থেকে আমরা জানতে পারবো sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত। ইতিমধ্যে আমরা এই সম্পর্কে জেনে গেছি। রক্তে sgpt এর পরিমাণ বেড়ে গেলে সবাই খুব বেশি চিন্তিত হয়ে যায়। নানা রকম ঔষধ খোঁজার চেষ্টা করে যেন দ্রুত sgpt এর পরিমাণ কমে যায়। কিন্তু জেনে রাখা ভালো যে এসজিপিটি sgpt কমানোর সরাসরি কোন নির্দিষ্ট ঔষধ নেই। 


তবে কিছু কিছু ঔষধ এবং জীবনযাত্রার মান পরিবর্তন করলে লিভারের স্বাস্থ্য উন্নত হয় এবং sgpt এর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এবং কোনরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোন ঔষধ সেবন করা উচিত নয় এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। কিছু সাধারন পদক্ষেপ যেগুলো নিয়মিত পালন করলে রক্তে sgpt পরিমাণ কমতে পারে যেমন:

ঔষধ ব্যবহার
কিছু কিছু ঔষধ রয়েছে যেগুলো খাওয়ার মাধ্যমে রক্তে sgpt এর পরিমাণ কমতে শুরু করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম্নোক্ত কোন ওষুধই সেবন করা উচিত নয়। ওষুধ গুলো হল:
  • Ursodeoxycholic acid ( Ursocol, Ursofalk)
  • Silymarin ( Legalon, Liv-52)
  • Essentiale Forte N
  • Vitamin E + C

ভেষজ ওষুধ
কিছু কিছু ভেষজ ঔষধ আছে যেগুলো খেলে শরীরের জন্য অর্থাৎ লিভারের জন্য উপকারী হতে পারে। তবে এগুলো খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। ভেষজ ঔষধ গুলো হতে পারে:
  • কাঁচা হলুদ
  • কাঁচে আদা
  • অর্জুন গাছের ছাল
  • নিম পাতা ইত্যাদি।
জীবনযাত্রার মান পরিবর্তন
ঔষধ সেবন করার পাশাপাশি জীবনযাত্রার মানের উন্নত ঘটালে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। যেকোনো রোগব্যাধি থেকে দ্রুত সুস্থ হতে চাইলে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবনযাত্রার উন্নত হতে হবে। খুব তাড়াতাড়ি রক্তের sgpt এর পরিমাণ কমাতে চাইলে নিম্নোক্ত কাজগুলো নিয়মিত করতে পারেন। কাজগুলো হলো:
  • পর্যাপ্ত পরিমাণে ঘুম
  • আলু বাতাসপূর্ণ এলাকায় বসবাস
  • অ্যালকোহল বা মদ্যপান পরিহার করা
  • পরিমিত পরিমাণে আহার করা
  • নিয়মিত ব্যায়াম করা
  • খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা
  • পরিষ্কার-পরিচ্ছন্ন আবাসস্থলে বসবাস করা
  • তেল চর্বিযুক্ত খাবার পরিহার করা ইত্যাদি।
উপরোক্ত কাজগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার রক্তে sgpt এর পরিমাণ কমতে থাকবে এবং আপনার লিভার নতুন কোষ গঠন করে পূর্ণ শক্তি ফিরে পাবে। তাই রক্তে sgpt এর পরিমাণ ঠিক রাখতে এবং সুস্থভাবে বসবাস করতে অবশ্যই উপরিক্ত নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন।

sgpt test price in bangladesh 

বাংলাদেশে ক্লিনিক, হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক কেন্দ্রের ওপর নির্ভর করে sgpt টেস্টের দাম নির্ধারণ করা হয়। সরকারি হাসপাতালগুলোতে টেস্টের দাম অনেক কম হয়। সেই তুলনায় বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যে কোন টেস্টার দাম একটু চওড়া হয়। বাংলাদেশে sgpt টেস্ট সাধারণত ৭০ থেকে ৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। 


তবে হাসপাতালভিত্তিক বিভিন্ন ল্যাবে এর পরিমাণ 300 থেকে 450 টাকা পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে sgpt টেস্ট এর দাম ৩২০ থেকে ৫৭০ টাকা পর্যন্ত হতে পারে। হাসপাতালগুলোর অবস্থান, যন্ত্রপাতি, উন্নত চিকিৎসক, উন্নত কেমিক্যাল, এবং পরিবেশের ওপর নির্ভর করে দাম কম বেশি হতে পারে। তবে যেকোনো ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। 

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য দিয়ে টেস্ট করা উচিত নয়। কেউ যদি অতিরিক্ত মূল্য চায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন। আজকের আর্টিকেল থেকে আমরা জানলাম sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত।

শেষকথা

আশা করি আজকের পোষ্ট থেকে আপনি রক্তে sgpt এর মান, পরিক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। কেননা আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় ছিল sgpt নরমাল কত এবং রক্তে sgpt বেড়ে গেলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত। আমরা আরো জেনেছি sgpt test meaning, sgpt test price in bangladesh, sgpt কমানোর ঔষধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত।

সর্বোপরি আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে এবং আর্টিকেল থেকে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসি এবং আপনাদের মধ্যে শেয়ার করি। আপনার নিকটস্থ বন্ধু বান্ধবের মধ্যে পোস্টটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাজশাহীি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url