হাদিসের বাণী ছবিসহ - শিক্ষামূলক ছোট হাদিস সম্পর্কে জানুন

প্রিয় পাঠক আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের বাণী ছবিসহ। আমরা আরো জানবো শিক্ষামূলক ছোট হাদিস, বাণী চিরন্তন বাস্তবতা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত। আপনি যদি হাদিসের সুন্দর সুন্দর পানি ছবিসহ খুজে থাকেন তাহলে আমি বলব আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের পোস্টে আমরা হাদিসের বিশেষ কিছু বানী ছবিসহ আলোচনা করব। তাই দেরি না করে সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক হাদিসের বাণী ছবিসহ।

ভূমিকা

আমরা আগে থেকেই জানি ইসলামে হাদিস অর্থ কথা বলা অথবা বক্তৃতা প্রদান করা। আমরা সাধারণত মহানবী হযরত মুহাম্মদ (সা) এর মুখ নিঃসৃত কথাগুলোকে হাদিস বলে থাকি। হাদিসকে ইসলামের ভিত্তি/খুঁটি /মেরুদন্ড বলা হয়ে থাকে। অর্থাৎ হাদিস ইসলামের অন্যতম একটি বিষয়। মহানবী হযরত মুহাম্মদ (সা) এর মুখের কথা গুলো সাহাবীগণ স্মরণ রাখতেন এবং সে অনুযায়ী তারা সেগুলো লিখে রাখতেন। বিভিন্ন সমস্যার জন্য তারা তো হাদিস পাঠ করে সমস্যার সমাধান করতেন। আজকের পোস্টে আমরা হাদিসের বাণী ছবি সহ দেখে নিব।

হাদিসের বাণী ছবিসহ

আমাদের মাঝে অনেকে আছে যারা হাদিস পড়তে খুবই ভালোবাসি। হাদিস পড়া এবং জানা অনেক সওয়াবের কাজ। পূর্ববর্তী সময়ে যখন এত আইন অথবা নিয়মকানুন ছিল না তখন নবী রাসুলগণ হাদিসের আলোকে বিভিন্ন সমস্যার মাসালা দিতেন। তাই প্রাচীনকাল থেকেই হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। অনেক ব্যক্তি আছে যারা হাদিস পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ইমু, ফেসবুক পেইজ ইত্যাদি বিভিন্ন জায়গায় হাদিস শেয়ার করতে চাই। কিন্তু সমস্যা হল হাদিস লেখা।


তাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের বাণী ছবিসহ খুজে থাকেন। তাই আজকের পোস্টে আমরা বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ধরনের হাদিসের বাণী ছবিসহ দেখে নিব। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের হাদিসগুলো ডাউনলোড করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। হাদিস শেয়ার করার অনেকগুলো বেনিফিট হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সওয়াব। আপনি যদি একটি গ্রুপে হাদিসগুলো শেয়ার করে থাকেন।

ওই গ্রুপের কিছু সদস্য আপনার হাদিস পড়ে সামান্য পরিমাণ নিজেকে পরিবর্তন করে ইসলাম ও হাদিস মোতাবেক জীবনযাপন করলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি আপনি যদি মারাও যান তারপরও যতদিন পর্যন্ত facebook, whatsapp অথবা মেসেঞ্জার গ্রুপ থাকবে এবং আপনার শেয়ারকৃত হাদিস মানুষ পড়বে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। তাহলে চলুন হাদিসের বাণী ছবি সহ দেখে নেওয়া যাক।

শিক্ষামূলক ছোট হাদিস

প্রিয় পাঠক তথ্য থেকে ইতিমধ্যে আমরা হাদিসের বাণী ছবিসহ দেখে নিয়েছি। এখন আমরা জানব শিক্ষামূলক ছোট হাদিস সম্পর্কে। হাদিসগুলো প্রায় সবই শিক্ষামূলক হয়ে থাকে। নিচে কিছু শিক্ষামূলক ছোট হাদিস দেওয়া হলোঃ


  • নম্রতা ও সচ্চরিত্রতা হলো ঈমানেরই অঙ্গ।( আল হাদিস)
  • সত্যিকার জ্ঞানী কারা? – যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়”। (বুখারী)
  • হযরত মুহাম্মাদ (সাঃ) মিষ্টি ওমধু খুব ভালো বাসতেন। (বুখারী, হা:৫২৮০)
  • প্রকৃত বিনয় হলো সকল সদগুণেরই উৎস। ( আল হাদিস)
  • অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ( তিরমিযী)
  • কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। ( বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)
  • তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বপেক্ষা উত্তম, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। (আল হাদিস)
  • যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে। (সহীহ বুখারীঃ ৫৪৬)
  • যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারীঃ ২৯৯৮)
  • যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। (মুসলিম, মিশকাত হা/৫১০৮)
  • যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল।" (সহীহ মুসলিমঃ ৪৭৭৯)
  • কোন ব্যাক্তি আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়। (সহীহ বুখারীঃ ৫৫৬০)
  • কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। ( মিশকাত হা/৪৬৯৩)
  • তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কুরান শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। (সহীহ বুখারীঃ ৪৬৬১,৪৬৬২)
  • তিনজন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি দিবে (১) গিঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ দ২) খোঁটাদানকারী ব্যাক্তি (গ) মিথ্যা কসমে পণ্য ব্যবসায়ী। (মুসলিম, মিশকাত হা/২৬৭৩)
  • পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা- মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট। (তিরমিযী)
  • দান করা প্রত্যেক মুসলমানেরই কর্তব্যকর্ম। যার দান করার সামর্থ নেই, সে যেন সৎকার্য করে, অন্তত সে যেন অসৎকার্য পরিহার করে চলে। এ হচ্ছে ওর পক্ষে দানের সমতুল্য। (আল হাদিস)
উপরোক্ত তথ্য থেকে আমরা নানারকম শিক্ষামূলক হাদিস সম্পর্কে বিস্তারিত জেনে গেছি। আমাদের উচিত আমাদের দৈনন্দিন জীবনে হাদিসগুলো মেনে চলা। ইসলামিক শরীয়ত ভিত্তিক জীবনযাপন করা। ভালো কাজের বিনিময়ে আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আজকের পোস্টের মূল আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের বাণী ছবিসহ সম্পর্কে বিস্তারিত।

বাণী চিরন্তন বাস্তবতা

বাণী মানে হচ্ছে কথা। কিছু কিছু মহীয়সী জ্ঞানী গুণী ব্যক্তির মুখের ভাষা কি বাণী বলা হয়। তারা কোন বিষয় সম্পর্কে আগেই অবগত থেকে সে সম্পর্কে যে সমাধান দিয়ে গেছেন এটি হচ্ছে বাণী। মহান ব্যক্তিবর্গের কিছু কিছু বাণী উক্তি আমাদের জীবন বদলে দিতে পারে তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে বাণীগুলো বারবার পড়া এবং নিজেকে পরিবর্তন করা। এরকম কিছু বাণী যেগুলো আপনার জীবন বদলে যেতে পারে সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাণি চিরন্তন বাস্তবতা সম্পর্কে।

  • বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর। ( এরিস্টটল )
  • আমার দোষ তুমি আমাকেই বল। ( ইমাম গাজ্জালী )
  • দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ। ( টমাস ক্যাম্পবেল )
  • একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। ( ইউরিপিদিস )
  • আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ( ইবনে সিনা )
  • জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সংগী। ( এস টি কোলরিজ )
  • আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। ( শেকসপীয়ার )
  • মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। ( রেদোয়ান মাসুদ )
  • যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। ( আলেকজান্ডার )
  • অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ। ( স্যার টমাস ব্রাউন )
  • নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ( হযরত আলী (রা)
  • পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর। ( হজরত আলী (রাঃ)
  • সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ( চন্ডীদাস )
  • গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে। ( হিন্দি প্রবাদ )
  • মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী। (হজরত সোলাইমান(আঃ)
  • অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। (হোমার )
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান )
  • কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। ( শেখ সাদী )
  • যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। ( জন লিলি )
  • যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না। ( লাউতজে )
  • প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ( রবন্দ্রনাথ ঠাকুর )
  • যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। (জন লিভগেট )
  • শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ( হযরত মোহাম্মদ (সাঃ)
  • জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না । ( সি. এইচ. স্পারজন )
  • সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন। ( মার্ক টোয়াইন )
  • সময় দ্রুত চলে যয়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। ( বেকেন বাওয়ার )
  • যারা নজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। ( রেদোয়ান মাসুদ )
  • একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা। ( শেখ সাদী )
  • দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরুপি মুখোশ। (রেদোয়ান মাসুদ)
  • ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। ( জন ল্যাক হন )
  • অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । (শেক্সপিয়র)
  • আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম। (হেলেন কিলার )
  • অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। ( রেদোয়ান মাসুদ )
  • অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে। (হজরত আলী (রাঃ)
  • কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ । ( এডিসন )
  • মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। ( রেদোয়ান মাসুদ)
  • ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। ( শেক্সপীয়ার )
  • ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। ( স্কট )
  • বাস্তবতা এতই কঠিন যে খনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। ( হুমায়ূন আহমেদ )
  • পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে। ( জর্জ বার্নাডস )
  • যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। ( হুমায়ূন আহমেদ )
  • ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। ( শেক্সপীয়ার )
  • অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। ( জন বেকার )

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আজকের পোস্ট থেকে আমরা জানতে পেরেছি, হাদিসের বাণী ছবিসহ। আমরা আরো জেনেছি শিক্ষামূলক ছোট হাদিস সম্পর্কে এবং বাণী চিরন্তন বাস্তবতা সম্পর্কে বিস্তারিত। আশা করছি আপনি আজকের পোস্ট থেকে বিন্দুমাত্র হলে উপকৃত হয়েছেন।

সর্বোপরি পোস্টটি ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে ওয়েবসাইটের সাথে থাকবেন। কোন বিষয় সম্পর্কে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রয়োজন ও বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সেগুলো সরবরাহ করে থাকি। বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করে তাদের হাদিস সম্পর্কে জানার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাজশাহীি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url