মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম

মশা একটি ক্ষুদ্র প্রতঙ্গ। ক্ষুদ্র হলেও বর্তমান সময়ে মশার অত্যাচার অনেক বেশি। মশার অত্যাচারে জনজীবন আজ হুমকির পথে। ছোট ছোট মশার কামড়ে বড় বড় মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে। এইসব রোগে মানুষ মারাও যাচ্ছে। আপনিও যদি মশার অত্যাচারের স্বীকার হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য কারণ আজকের পোস্টে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো , মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম। 
আমরা আরও জানবো প্রাকৃতিক ১৮ উপায়ে মশা তাড়ানোর উপায়। মশার কামড়ে কি কি রোগ হয় তা আমাদের সবারই কম বেশি জানা। মশা ছোট জীব হতে পারে কিন্তু এরা আমাদের শরীরের জন্য ক্ষতিকর জীবাণু বহন করে তাই আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া।

ভূমিকা

মশা একটি যন্ত্রণাদায়ক জীবের নাম। মশা নানারকম রোগের সংক্রামক হিসেবে কাজ করে। মশার কামড়ে মানুষ সংক্রমিত হয়ে অনেক সময় মারাও যায়। মশার কামড়ের ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মত মরনব্যাধি রোগ হতে পারে। তাই আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। বর্তমান সময়ে মশা উপদ্রব অনেক বেড়ে গেছে। 

মশার কামড়ে হাজার হাজার মানুষ নানারকম রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। আমাদের কিছু কিছু কর্মকাণ্ডের ফলেই মশার উৎপাদন হয়। এখন আমরা জানবো, মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম সম্পর্কে।

মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম

মশার অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে বাজারে অনেক ব্রান্ডের কয়েল রয়েছে। কিন্তু সব ব্রান্ডের কয়েল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। কয়েলে অনেক ক্ষতিকর উপাদান থাকে তার মধ্যে প্রধান উপাদান পাইরোফ্রয়েড। তাছাড়া প্রায় সব মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন। আরও ব্যবহার করা হয় ফেনল ও ক্রেসল- দু'টি জৈবযৌগ। এগুলো মানুষের জন্য অনেক ক্ষতিকর। এগুলো উপাদান আমাদের সহনীয় মাত্রায় ব্যবহার করলে কোন ক্ষতি হবে না।

কয়েলের ধোঁয়ায় ফরমালডিহাইড, হাইড্রোকার্বনসহ আরও ক্ষতিকর উপাদান থাকে যা আমাদের ফুসফুসের জন্য খুবই কখতিক। কিন্তু কোম্পানির মালিকগণ অধিক লাভের আশায় এবং মশা মারার জন্য উক্ত উপাদানের পরিমাণ বাড়ায় দেয় যার কারণে আমাদের শ্বাসকষ্টের সমস্যাসহ আরও চোখ জালাপরা করা ও নানারকম শারীরিক সমস্যা হয়। কিছু কিছু কোম্পানি আছে যারা রাসায়নিক উপাদান সহনীয় মাত্রায় দিয়ে থাকে। আমরা এই রকম কিছু কয়েলের নাম এখন জানবো।

  • ফিনিস
  • গুডনাইট অ্যাক্টিভ+ লো স্মোক কয়েল
  • ফিনিস নিউ বুস্টার
  • ঈগল সুপার
  • স্টপ জাম্বু
  • গুড ফাইট
  • কিলার
  • স্টার পাওয়ার
  • ফাইটার কিং
  • ফাইটার বুস্টার
  • নাইট গার্ড
  • নিউ বসুন্ধারা পাওয়ার বুস্টার
উপরে কিছু ভালো মানের কয়েলের নাম দেওয়া হল। এগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানের কয়েল হল গুডনাইট অ্যাক্টিভ+ লো স্মোক কয়েল ।আজকের পোস্ট থেকে আমরা জানলাম মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না এইরকম কয়েলের নাম।

মশা তাড়ানোর কার্যকারী ২০ উপায় জানুন

এখন আমরা মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক উওয়ায় জানবো। আজকের পোস্টে আমরা মশা মারার কিছু ভালো কয়েলের নাম জেনেছি এবং মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন।

  • লবঙ্গ ও লেবুর ব্যবহার
  • পুদিনা ব্যবহার
  • হলুদ বৈদ্যুতিক আলো
  • নিমপাতার ব্যবহার
  • টবে লেমন গ্রাস লাগানো
  • নিমের তেলের ব্যবহার
  • নিশিন্দা ও নিমপাতার গুঁড়া
  • চা- পাতা পোড়ানো
  • ক্যানটিপ তেল
  • চামচিকার ব্যবহার
  • জোরে ফ্যান চালান
  • কর্পূরের ব্যবহার
  • রজ্ঞিন কাপড় এড়িয়ে চলুন
  • সুগন্ধি ব্যবহার
  • কেরোসিনের ব্যবহার
  • জমানো পানি ফেলুন
  • রসুনের স্প্রে করুন
  • নারিকেলের আঁশ পোড়ান
  • ধোঁয়া দিন
  • বাড়ি আশেপাশে পরিষ্কার রাখুন
আমরা ইতিমধ্যে প্রাকৃতিক ২০টি উপায় মশা নিধন করার উপায় জানলাম। আমরা আমাদের বাসাবাড়িতে উক্ত উপায়গুলোর মধ্যে যেকোনো উপায়ে মশা নিধন করতে পারি।

মশা মারার কয়েল কি ক্ষতিকর ?

অনেকে এখন প্রশ্ন করে যে, কয়েলের ধোঁয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিনা ? অবশ্যই ক্ষতিকর। কেননা কয়েলে মশা মারা এবং তাড়ানোর জন্য যেসকল রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় সেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। যখন ঘরে কয়েলের ধোঁয়া বের হয় তখন উক্ত ধোঁয়া আমাদের নিঃশ্বাসের মাধ্যমে নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে অনেক ক্ষতি করে। কয়েলের ধয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।

তাছাড়া নাক, কান, মুখ, চোখ জ্বলাসহ নানারকম ক্ষতি করে। আমাদের যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য মশার কয়েল আরও খারাপ প্রভাব ফেলে। তাই যেসকল কয়েলে মশা মারার চান্স যত বেশি এবং ধোঁয়া যত বেশি হবে আমাদের শরীরের ক্ষতির পরিমাণ ততবেশি হবে। বিশেষ করে আপনার বাড়ীতে যদি ১০ বছরের নিচে কোন ছোট বাচ্চা থাকে তাহলে চেষ্টা করবেন কয়েল ব্যবহার না করার।

মশা মারার ওষুধের নাম

মশা মারার জন্য অনুমোদিত কিছু কীটনাশক ব্যবহার করে হচ্ছে এখন তারমধ্যে বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস নামে একটি কীটনাশক ব্যবহৃত হচ্ছে। এটি একটি ব্যাকটেরিয়া যা মশার লাভা ধ্বংস করতে ব্যবহার করা হয়। এটি মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে তেমন কোন নেতিবাচক প্রভাব ফেলে না। ডিএনসিসি জানিয়েছে এই কীটনাশক মানুসসহ অন্যান্য ভালো পোকামাকড়ের তেমন কোন ক্ষতি করে না এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বাড়ির আশেপাশে ঝোপঝাড়, নালা ইত্যাদি জায়গা যেখানে মশা ডিম পাড়ে এবং লাভা সৃষ্টি হয় সেখানে এটি স্প্রে করতে হবে। তাহলে মশার সব লাভা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। মশা মারার আরও একটি ওষুধ রয়েছে সেটি হল লিমিট লিকুইড ইনসেকটিসাইড। কিন্তু এটা বৈজ্ঞানিক উপায়ে তৈরি না । এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে এটি ব্যবহার করা উচিত নয়।

তাছাড়া আপনি চাইলে মশা মারার ওষুধ হিসেবে এরোসেল ব্যবহার করতে পারেন। আজকের পোস্টের আলোচনার বিষয় হচ্ছে মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন সে বিষয়ে।

মশা মারার ওষুধ কি ক্ষতিকর ?

উপরে আমরা কিছু মশা মারার ওষুধ সম্পর্কে জেনেছি। উপরের সবগুলো ওষুধ আমাদের জন্য ক্ষতিকর নয়। বেশিরভাগ মশা মারার ওষুধ তৈরি হয় পাইরোফ্রয়েড নামক রাসায়নিক দ্রব্য দিয়ে। এই রাসায়নিক উপাদানের সক্রিয় উপাদান হচ্ছে কীটনাশক ডিডিটি বা ক্লোরিনেটেড হাইড্রোকার্বন। কয়েল, অ্যারোসল মশা দূর করতে সক্ষম হলেও যেহেতু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তাই এগুলো ব্যবহার করার ফলে আমাদের শরীরের নানারকম সমস্যা দেখা দিতে পারে।

এইসকল রাসায়নিক উপাদানের দুইটি গ্রেড থাকে। অ্যাগ্রিকালচারাল গ্রেড, মানে কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত মাত্রা। আরেকটি হচ্ছে পাবলিক হেলথ গ্রেড, অর্থাৎ এটি মানব শরীরের সংস্পর্শে আসার জন্য নির্ধারিত মাত্রা। পাবলিক হেলথ গ্রেড এর পরিমাণ বেশি হলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে।

মশা মারার স্প্রে নাম

মশা মারার অনেকগুলো স্প্রে আছে তার মধ্যে তাসলা ১০ ডব্লিউপি সকল প্রকার মশা ধ্বংসে কার্যকর ভূমিকা রাখে। ফিনিস লিকুইড স্প্রে মশা এবং মাছি মারার আর একটি গুরুত্বপূর্ণ স্প্রে। এসিআই অ্যারোসল অন্যতম একটি স্প্রের নাম। আরও অনেক রকম স্প্রে আছে যেমন কালা হিট, বুস্টার ইত্যাদি।

সবচেয়ে ভালো মানের মশার কয়েল কোনটি ?

বর্তমান সময়ে সবচেয়ে ভালো কয়েল কোনটি বলা মুশকিল। তবে অনেক যাচাই করে দেখা গেছে গুডনাইট অ্যাক্টিভ+ লো স্মোক কয়েল এখনকার সময়ের সবচেয়ে ভালো একটি কয়েল। এটি আপনাকে ১২ ঘণ্টার বেশি সময়ে মশার হাত থেকে সুরক্ষিত রাখবে। এই কয়েলের অ্যাক্টিভ ফিল্টার টেকনলজি' কম ধোঁয়া ও ২৫% বেশী কার্যক্ষমতা সুনিশ্চিত করে বলে বর্তমান সময়ে এটি মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে।

আজকের পোস্ট থেকে আমরা জানলাম মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম। আরও জানলাম বাজারের ভালো কয়েল কোনটি, কোন ওষুধে আমাদের খতির পরিমাণ কেমন সে সম্পর্কে।

মন্তব্য

উপরিক্ত তথ্য থেকে আমরা জানলাম, বর্তমান সময়ে বাজারে ভালো কয়েল কোনটি, কোন মশা মারার ওষুধ আমাদের জন্য ক্ষতিকর, মশা মারার প্রাকৃতিক ২০ টি উপায় এবং মশা মরবে কিন্তু আপনার ক্ষতি হবে না জেনে নিন এমন কয়েলের নাম সম্পর্কে।

পোস্টটি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। পোস্ট সম্পর্কে এবং অন্য কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা মশা নিয়ে অনেক চিন্তিত থাকে তাদের মাঝে পোস্টটি শেয়ার করে তাদের উক্ত বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url