কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় বিস্তারিত জানুন
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এছাড়াও আমরা পোকা দাঁতের ব্যথা কমানোর উপায়, পোকা দাঁতের ব্যথা কমানোর ঔষধ, দাঁতের ব্যথা কমানোর ঔষধের নাম, আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়, গর্ভাবস্থায় দাঁতের ব্যথায় করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কেও আলোচনা করবো।
তাহলে চলুন জেনে নেই দাঁতের ব্যথার কারন, লক্ষন এবং প্রতিকার সম্পর্কে।
পোকা দাঁতের ব্যথা কমানোর উপায়
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এখন চলুন জেনে নেই পোকা দাঁতের ব্যথা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে। আমাদের অবহেলার কারনে আমাদের দাঁত পোকা হয়ে থাকে। দাঁতের পোকার কারনে আমাদের দাঁত ত ব্যথা এবং অনেক সময় দাঁত উঠে যায়। এখন চলুন জেনে নেই পোকা দাঁতের ব্যথা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে।
- আমাদের দাঁতের ব্যথা হলে গরম পানির সাথে লবন মিশ্রিত করে প্রতিদিন কুলকুচি করতে পারি। এতে করে আমাদের দাঁতের ব্যথা অনেকটা কমে যায়।
- রসুন থেতলে বা রসুনের রস আমাদের যে দাঁতের ব্যথা সেই দাঁতের লাগিয়ে রাখতে হবে। এতে করে ব্যথা কমার সম্ভাবনা থাকে।
- দাঁতের ব্যথা কমানোর জন্য আমরা লবঙ্গ ব্যবহার করতে পারি।
- লবনের সাথে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যথাযুক্ত দাঁতের লাগিয়ে রাখতে হবে। এতে করে দাঁত ব্যথা অনেকটা কমে যায়।
- ব্যথা সারাতে আরেকটি কার্যকরী উপাদান হলো পেয়াজ।
- পোকা দাঁতের ব্যথা দূর করতে আমরা আদা এবং আদার রস দাঁতের ব্যবহার করতে পারি।
- দাঁত ব্যথা কমাতে আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি।
- দাঁত ব্যথা কমানোর সবথেকে উপকারী উপাদান হলো পেয়ারার পাতা।
- দাঁত ব্যথা কমাতে আমরা আইস কিউব ব্যবহার করতে পারি।
পোকা দাঁতের ব্যথা কমানোর ঔষধ
প্রিয় পাঠক আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এখন চলুন জেনে নেই পোকা দাঁতের ব্যথা কমানোর ক্ষেত্রে ঔষধের নাম সম্পর্কে। ঔষধের নামসমুহ নিম্নরুপঃ
- টোরি ১২০ এমজি
- এমোডিস ৪০০ এমজি
- ইকোক্স ১২০ এমজি
- ম্যাক্সাসিল ৫০০ এমজি
- কক্স-ই ১২০ এমজি
- এলজিরেক্স ১২০ এমজি
- এরোক্সিয়া ১২০ এমজি
কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়
প্রিয় পাঠক আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় এবং এন্টিভাইটিক নাম। তাদের মাড়ি সাধারণত ভিটামিন সি এর অভাবে ফুলে যায়। কারণ ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। শরীরে ভিটামিন সি এর অভাব হলে দাঁত এবং দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমে থাকলে মাড়ি দুর্বল হয়ে যায় এবং দাঁতে রক্তপাত ঘটতে পারে।যার কারণে দাঁত মাজলেই দাঁত দিয়ে রক্ত বের হয় এবং দাঁতের মাড়ি অনেক ফুলে যায়।
মাড়ি ফুলে যাওয়ার কারণে খাওয়া-দাওয়া এবং মুখ নড়াচড়া কোনটি করা যায় না। তাই আমাদের দাঁতের মাড়ি এবং দাঁতের গোড়া ভালো মজবুত রাখতে অবশ্যই নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। নিয়মিত ভিটামিন সি খাওয়ার পাশাপাশি মুখ পরিষ্কার রাখতে হবে। দিনে দুই থেকে তিনবার দাঁত ব্রাশ করতে হবে। অধিক সমস্যা হলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া ৫টি উপায়
আমাদের দাঁতের ব্যথা ছোটবেলা থেকে হয়ে থাকে। খাবার এর ক্ষেত্রে অনিয়ম এবং দাঁতের যত্নের অভাবে আমাদের দাত ব্যথা হয়ে থাকে। এই দাঁতের ব্যথা আমাদের প্রতিদিনের কাজে অস্বস্তির কারন হয়ে দাঁড়ায়। এখন চলুন জেনে নেই দাঁতের ব্যথা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে।
দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া ৫টি উপায় নিম্নরুপঃ
লবনের পানিঃ আমরা মাউথওয়াশ হিসেবে লবন ব্যবহার করি। আমাদের দাঁতের মধ্যে থাকা ব্যাক্টেরিয়া এবং জীবানু দূর করতে সাহায্য করে। কুসুম গরম পানিতে লবন মিশ্রিত করে আমরা কুলকুচি করতে পারি।
লবঙ্গঃ লবনের সাথে আমরা গোলমরিচ মিশ্রিত করে পেস্ট তৈরি করতে পারি। এরপর তা ব্যথাযুক্ত দাঁতের ব্যবহার করতে হবে। এইভাবে করলে দাঁত ব্যথা অনেকটা কমে যায়।
আলুঃ আমাদের দাঁতের যে স্থানে যন্ত্রনা সেই স্থানে আলু কেটে লাগিয়ে দিতে হবে। সে স্থান থেকে খুব দ্রুত ব্যথা কমে যায়।
ফিটকিরিঃ দাতে ব্যথা হলে আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি। আমাদের যে দাঁতের ব্যথা হয়ে আছে সে স্থানে ফিটকিরি লাগিয়ে রাখলে ব্যথা কমে যায়।
ঠান্ডা খাবারঃ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংক্স, আইসক্রিম এবং অন্যান্য পানীয় খেলে আমাদের দাঁত ব্যথা বেশি হয়ে যায়। তাই সর্ব প্রথম আমাদের ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
দাঁতের ব্যাথার ট্যাবলেট নাম
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এখন আমরা জানব দাঁতের ব্যাথার ট্যাবলেট নাম সম্পর্কে। আমরা আমাদের দাঁতের ব্যথার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে পারি। এতে করে আমাদের দাঁতের ব্যথা অনেকটা কমে যায়। এখন চলুন জেনে নেই দাঁতের ব্যথা কমানোর ঔষধ সম্পর্কে। ঔষধসমূহ নিম্নরুপঃ
- ইটোরিক্স
- ইটোকক্স
- টোরি
- ফেবিটর
- প্যারাসিটামল
- ইবুপ্রোফেন
দাঁতের ব্যথা কমানোর উপায়
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এখন আমরা দাঁতের ব্যথা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে জানবো। উপায়সমুহ নিম্নরুপঃ
- দাঁতের মাঝে হলুদ দিয়ে আমরা চিবাতে পারি। এতে করে দাঁত ব্যথা অনেকটা কমে যায়।
- সরিষার তেল আমাদের ব্যথাযুক্ত দাঁতের লাগিয়ে রাখলে ব্যথা কমে যায়।
- লবন এবং গরম পানি একসাথে মিশিয়ে কুলকুচি করতে পারি।
- আদা চা খেলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায়।
- রসুনের রস বা কাঁচা রসুন খেলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায়।
আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। এখন চলুন জেনে নেই আক্কেল দাঁতের ব্যথা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে। উপায়সমুহ নিম্নে উল্লেখ করা হলোঃ
- কুসুম গরম পানির সাথে লবন মিশিয়ে কুলকুচি করা যেতে পারে।
- লবঙ্গ দিয়ে তৈরি পেস্ট আমরা দাঁতের ব্যবহার করতে পারি।
- দাঁতের যে স্থানে ব্যথা সেই স্থানে ঠান্ডা এবং গরম সেক দিতে পারি।
- হলুদের পানি দিয়ে কুলকুচি করতে পারি।
- পুদিনার রস আমাদের দাঁত ব্যথা কমাতে সাহায্য করে।
গর্ভাবস্থায় দাঁতের ব্যথায় করণীয়
এখন চলুন জেনে নেই গর্ভকালীন সময়ে দাঁতের ব্যথা হলে করনীয় কাজ সম্পর্কে। আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক।কাজগুলো নিম্নরুপঃ
- প্রচুর পরিমানে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে।
- শাকসব্জি খেতে হবে অনেক বেশি।
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে অনেক বেশি।
- ডাক্তারের পরামর্শ গ্রহন করে ঔষধ সেবন করতে হবে।
দাঁত ব্যথার এন্টিবায়োটিক
শরীরের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হলে অনেকেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করে। কেননা এন্টিবায়োটিক ওষুধ সেবনের মাধ্যমে আপনার শরীরের বহুমুখী রোগের সমস্যা সমাধান হয়। অনেকটা একের ভেতর সব বোঝাই। একটি ওষুধ খেলে আপনার শরীরে ওই জাতীয় যত সব সমস্যা থেকে মুক্তি মিলবে। তাই অনেকেই এন্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করে যদিও অ্যান্টিবায়োটিক ওষুধ বেশী সেবন করা উচিত নয়।
এ জাতীয় ওষুধ বেশি সেবন করলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং রোগে দেখা দিতে পারে। তারপরে অনেক জন তীব্র দাঁত ব্যথার জন্য দাঁত ব্যথার এন্টিবায়োটিক খোঁজে। দাঁত ব্যথার একটি প্রধান এন্টিবায়োটিক হচ্ছে ফ্লুব্লাস্ট ট্যাবলেট ( Flublast Tablet)। এই অ্যান্টিবায়োটিকটি শরীরের অন্যান্য ব্যাথার পাশাপাশি দাঁত ব্যথার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সাধারণত সার্জারি ক্ষেত্রে ওষুধ ব্যাথা নাশক হিসেবে ব্যবহৃত হয়।
তারপরও অনেকে দাঁত ব্যথার এন্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন এবং এমোক্সিসিলিন দাঁতের ব্যথার জন্য ব্যবহৃত করে থাকে। প্রিয় পাঠক আজকের আলোচ্য বিষয় হচ্ছে কঁন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যাথার এন্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনারা আপনাদের কাঙ্খিত তথ্য পেয়ে গেছেন।
লেখকের মন্তব্য
আজকের পোস্টের মুল বিষয় হলো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় ও দাঁত ব্যথার এন্টিবায়োটিক। আমরা আরও জেনেছি পোকা দাঁতের ব্যথা কমানোর উপায়, পোকা দাঁতের ব্যথা কমানোর ঔষধ, দাঁতের ব্যথা কমানোর ঔষধের নাম, আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়, গর্ভাবস্থায় দাঁতের ব্যথায় করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি।
আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের পোস্ট আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। নিয়মিত পোস্ট পড়তে ওয়েবসাইট ফলোও করুন এবং সবসময় আপডেট থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url