রাজশাহী আইটি
http://www.rajshahiit.com/2023/05/train%20ticket.html
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সহজ নিয়ম ২০২৩ইং।
এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকি। এর মধ্য সবচেয়ে জনপ্রিয় ট্রেন ভ্রমণ। আমরা কোথাও বেড়াতে অথবা জরুরী কাজে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করে থাকি। কেননা ট্রেনে ভ্রমণ আরামদায়ক,নিরাপদ এবং সাশ্রয়ী। কিন্তু ট্রেনের যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। এজন্য আপনাকে রেলস্টেশনে অথবা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। রেলস্টেশন থেকে টিকিট সংগ্রহ করা অনেক কষ্টদায়ক এজন্য আমরা অনলাইনে টিকিট ক্রয় করে থাকি।
অনলাইনে টিকিট কিভাবে কাটতে হয়? আমরা অনেকেই জানিনা। এই বিষয়ে আমরা সম্পূর্ণ ধারণা নিবো এবং একটি টিকেট ক্রয় করবো। আসুন আমরা খুব সহজেই অনলাইন থেকে টিকেট সংগ্রহ করে ফেলি।
পেজ সূচিপত্রঃ খুব সহজেই অনলাইন থেকে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৩ইং
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য কত টাকা
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার শর্তাবলী
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি বাংলাদেশের যে কোন জায়গায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন। আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে খুব সহজেই এই https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে লগইন করতে পারবেন। এবং আপনার টিকিটটি সংগ্রহ করতে পারেন। যাদের একাউন্ট তৈরি করা নেই তারা নিচের দেওয়া প্রক্রিয়াগুলো অনুসরণ করুন এবং টিকিট সংগ্রহ করুন।
ধাপ ০১:-
প্রথমেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর ঠিক নিচের দেওয়া স্ক্রিনশট এর মত অপশন আসবে। যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। নিচে থাকা রোবট চিহ্ন থেকে ঠিক মার্ক দিয়ে দিন। এরপর Verify বাটনে ক্লিক করুন।
ধাপ ০২:-
এখানে প্রত্যেকটি স্টেট আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যেন কোন কারণে আপনার কোন তথ্য ভুল না হয়ে যায়। লক্ষ্য করুন এখানে আপনার দেওয়া এনআইডি কার্ডের নম্বর, মোবাইল নাম্বার এবং জন্মতারিখ এসে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে নিচে ইমেইল, পোস্টকোড এবং আপনার ঠিকানা সঠিকভাবে দিন। এরপর পরবর্তী অপশনে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিন। সর্বশেষে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
ধাপ ০৩:-
এখন রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নাম্বারে ৬ ডিজিট এর একটি otp নাম্বার বাংলাদেশ রেলওয়ে থেকে মেসেজে যাবে। এই মেসেজের নাম্বারটি দিয়ে একাউন্টটি সম্পূর্ণ করুন।
ধাপ ০৪:-
আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে খুব সহজেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপ ০৫:-
এখানে আপনাকে (From) কোন জায়গা থেকে (To) কোন জায়গায় যাত্রা করবেন এবং কত (১০ মে ২০২৩) তারিখে এছাড়াও কেমন (S_CHAIR) সিটে যাত্রা করবেন এটি সিলেক্ট করতে হবে। এরপর SEARCH TRAIN বাটনে ক্লিক করুন।
ধাপ ০৬:-
লক্ষ্য করুন আপনার সামনে বেশ কয়েকটি ট্রেনের নাম এবং সময় চলে এসেছে, যেখান থেকে আপনার কাঙ্খিত ট্রেনটি সিলেক্ট করুন। এখানে বুক নাও বাটনে ক্লিক করুন।
ধাপ ০৭:-
এরপর এখান থেকে আপনার সিট টি সিলেক্ট করুন সবকিছু ঠিকঠাক আছে কি না ভালো ভাবে দেখে নিন এবং CONTINUE PURCHASE ক্লিক করুন।
ধাপ ০৮:-
এই অংশে আপনি কোন সময় যাত্রা করতে চাচ্ছেন সেটি দেখতে নিচের স্ক্রিনশর্ট ফলো করুন। আপনি কোন ট্রেনে যাত্রা করছেন, সময় এবং তারিখ ঠিক আছে কিনা ফাইনালি দেখে নিন। এবং তারপর এটি নির্বাচন করে পরবর্তী ধাপ ফলো করুন। মনে রাখবেন এখানে খুব একটা বেশি সময় নিবেন না।
ধাপ ০৯:-
এরপর আপনি এই অংশটি পাবেন যেখানে আগে থেকে দেওয়া বিস্তারিত তথ্য থাকবে খুব ভালোভাবে মিলিয়ে নিবেন। এরপর আপনি কোন মাধ্যম দিয়ে বাংলাদেশ রেলওয়ে কে পেমেন্ট করতে চান এটি সিলেক্ট করবেন। উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ে এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে লেনদেন করে থাকে। সবকিছু ঠিক থাকলে PROCEED TO PAYMENT ক্লিক করুন এবং আপনার পেমেন্টটি সম্পন্ন করুন।
ধাপ ১০:-
বাংলাদেশ রেলওয়ে কে টাকা দেওয়ার সাথে সাথেই আপনার টিকিট সংগ্রহ হয়ে যাবে। যা আপনি pdf আকারে ডাউনলোড করতে পারেন। এবং যে কোন কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন। অথবা রেলওয়েতে ভ্রমণের পূর্বে যেই স্টেশন থেকে আপনি যাত্রা করবেন সেখানকার টিকিট কাউন্টার থেকে আপনার আসল টিকিটটি সংগ্রহ করুন। অথবা আপনার কাছে ঝামেলা মনে হলে এটি সংগ্রহ করার প্রয়োজন নেই।
উল্লেখ্য যে আপনার হাতে আপনার অনলাইন পিডিএফ ফাইল থাকলে অথবা আপনার একাউন্টে লগইন অবস্থায় আপনি যেকোনো তথ্য দেখতে পারবেন এবং কোন স্টেশনের টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে না।
আপনার হাতে থাকা পিডিএফ ফাইলটির একেবারে নিচে খুবই স্পষ্ট ভাবে লেখা রয়েছে এটি থাকলে আপনার টিকিট প্রিন্ট করার প্রয়োজন নেই।
মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম | মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
মোবাইল দিয়ে টিকিট কাটার জন্য আপনি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং টিকিট সংগ্রহ করে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় মোবাইলের ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ রেলওয়ের অ্যাপটি google প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। এবং টিকিট সংগ্রহ করতে হবে।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য কত টাকা
আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় রেলওয়েতে ভ্রমণ করছেন তারপর ডিপেন্ড করবে টিকিটের কত টাকা মূল্য হবে। যা নিচে পিডিএফ আকারে দেওয়া হলো।
অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য: পূর্বাঞ্চল
অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য: পশ্চিমাঅঞ্চল
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৩ইং
আমরা কোন জায়গাতে ভ্রমণ করতে গেলে প্রথমেই যে যানবাহন টি ব্যবহার করে থাকি সেটি হল ট্রেন। ট্রেনে লং রোডে ভ্রমণ করতে খুবই আরামদায়ক মনে হয়। তবে এজন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য স্টেশনে গিয়ে দাঁড়ালে অনেক লম্বা লাইন থাকে, যেখানে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। এখন আপনি কিভাবে টিকিট কাটবেন তাও আবার অনলাইনে।
বাংলাদেশ রেলওয়ে সময় অনুযায়ী সকাল ০৮:০০am থেকে বিকেল ০৮:০০pm পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় সকাল ০৮:০০am আটটা থেকে সকাল ১০:০০am মধ্যে অনলাইনে টিকিট কেটে নিলে। তাতে করে আপনি খুব তাড়াতাড়ি এবং আপনার পছন্দ অনুযায়ী সিট সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার শর্তাবলী
- অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ে বিকাশ এবং নগদের মতো পেমেন্ট গেটে ব্যবহার করে থাকে।
- তিন থেকে বার বছরের শিশুদের ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে।
- টিকিট না কেটে রেলওয়েতে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবশ্যই আপনার টিকিটি সংগ্রহ করে নিন।
- আপনি টিকিট কাটার পর যে কোন কারণবশত টিকিট ফেরত দিতে পারবেন।
- টিকিট ফেরত দেওয়ার পর আপনার টাকা ফেরত পেতে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।
- এর পরেও টিকিটের টাকা ফেরত না পেলে [email protected] মেইল করে জানালে খুব দ্রুত আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।
- রেলওয়ে যাত্রীদের জন্য লাগেজ ওজনের কোন অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না। AC- 56 KG, প্রথম শ্রেণি- 37.5 KG, শোভন চেয়ার - 28 KG, শুলোভ- 23 কেজি মালামাল বহন করে ভ্রমণ করতে পারবেন। এজন্য বাংলাদেশ রেলওয়ে কে আন্তরিক ধন্যবাদ জানাই।
এতক্ষন আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং কিভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম, অনলাইনে ট্রেনের টিকিটের মূল্য, ট্রেনের টিকিট কাটার সময়, ট্রেনের টিকিট কাটার শর্তাবলী, মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম, ট্রেনের টিকিট রেজিস্ট্রেশন সম্পর্কে আশা করি খুব সহজেই আপনারা টিকিট সংগ্রহ করতে পেরেছেন। আসলে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা খুবই সহজ যদি আপনি আমাদের উপরে স্টেপগুলি খুব ভালোভাবে ফলো করেন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করুন নিরাপদে থাকুন, আপনার জন্য রইল শুভকামনা।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন