নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট কাটার নিয়ম
- নীলসাগর এক্সপ্রেস ট্রেন
- অনলাইনে রেলের টিকিট ক্রয়
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট করার নিয়ম
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস এখন কোথায়
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান ও সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি ও সিট সংখ্যা
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের খাবার ব্যবস্থা
- কিভাবে ট্রেনের টিকিট চেক করবেন
- নীলসাগর এক্সপ্রেস যোগাযোগের ঠিকানা
নীলসাগর এক্সপ্রেস ট্রেন
অনলাইনে রেলের টিকিট ক্রয়
আরো পড়ুন: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সহজ নিয়ম ২০২৩ইং
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট করার নিয়ম | নীলসাগর এক্সপ্রেস অনলাইন টিকেট | মোবাইল দিয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম
ধাপঃ ০১
মোবাইল নাম্বার ভেরিফাই করুন
আপনি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এখন আপনার সামনে একটি বক্স আকারে শো করবে। যেখানে প্রথমেই আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। প্রথম অপশন থেকে আপনার ফোন নম্বরটি দিন। এবার পরবর্তী ধাপ ফলো করুন।
ধাপঃ ০২
NID (ন্যাশনাল আইডি কার্ড) ভেরিফাই করুন
এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে। এজন্য দেখুন দুই নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার অপশন রয়েছে, সেখানে আপনার এন আই ডি নাম্বারটি বসিয়ে দিন।
ধাপঃ ০৩
তিন নাম্বার অপশনটিতে জন্ম তারিখ রয়েছে, এখানে আপনার জন্ম তারিখটি দিন। এবার ক্যাপচা অপশন থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
ধাপঃ ০৪
এরপর অটোমেটিক আপনার এনআইডির সাথে থাকা নাম এবং মোবাইল নম্বরটি চলে এসেছে। খুব ভালোভাবে দেখে শুনে এটি চেক করুন। এবং সবকিছু ঠিক থাকলে নিচের অপশন গুলিতে ইমেইল আপনার ঠিকানা এবং পোস্ট কোড দিন। এবার পাসওয়ার্ডের ঘরে আপনার মত করে পাসওয়ার্ড বসিয়ে দিন। পাসওয়ার্ড বসানোর সময় দুই ঘরে একই রকম পাসওয়ার্ড বসাবেন। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
ধাপঃ ০৫
এখন আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেখানে এসএমএস এর মাধ্যমে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। সেখান থেকে কোডটি সঠিকভাবে বসিয়ে দিন। আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন মোবাইল নাম্বার এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপঃ ০৬
ট্রেন ও সিট পছন্দ করুন
প্রথমে আপনাকে কোথায় থেকে কোথায় যাবেন, কত তারিখে যেতে চাচ্ছেন এবং সিট সিলেক্ট করতে হবে। এরপর সার্চ ট্রেন বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে কাঙ্খিত সিট গুলি শো করবে। যেখানে চারটি ক্যাটাগরির সিট শো করবে। এখান থেকে নন এসি হলে শোভন চেয়ার, এসি সিঙ্গেল সিটে হলে স্নিগ্ধা এবং এসি এস অথবা বার্থ সিলেক্ট করতে হবে। আপনার পছন্দমত একটি অপশন সিলেক্ট করুন এবং বুক নাও বাটনে ক্লিক করুন। সাথে সাথেই আপনার সামনে ফাঁকা সিটটি শো করবে। অবশ্যই এখানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছেন এবং টিকিটের মূল্য ভালোভাবে দেখে নিবেন। এরপর কন্টিনিউ পার্সেস বাটনে ক্লিক করুন।
ধাপঃ ০৭
বিকাশে টিকিটের মূল্য পরিশোধ করুন
সবার শেষের স্টেপ হল বিকাশের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা। উপরের দেখানো সবগুলো স্টেপ বাই স্টেপ করে ফেললে একেবারে এখন এসে নিচের দিকে দেখতে পাবেন বিকাশের অপশন দেওয়া রয়েছে। এখান থেকে বিকাশ সিলেক্ট করুন। এরপর প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথেই আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে। এবং আপনার ইমেইলে একটি মেইল পাবেন। লগইন করে অথবা মেইল থেকে আপনি আপনার টিকিটটি সরাসরি নিতে পারবেন।
আশা করি আপনি প্রত্যেকটি ধাপ সম্পন্ন করেছেন এবং সঠিকভাবে রেলওয়ে টিকিট ক্রয় করেছেন।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী | নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ইং
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৬৫) | চিলাহাটি থেকে (৭৬৬) |
---|---|---|
ঢাকা থেকে চিলাহাটি | সকাল ০৬:৪০ মিনিট | বিকাল ০৩:০৫ মিনিট
|
চিলাহাটি থেকে ঢাকা | রাত ০৮:০০টা | ভোর ০৫:৩০ মিনিট |
নীলসাগর এক্সপ্রেস এখন কোথায়
SMS এর নমুনা | কিভাবে রেলওয়ে SMS পাঠাতে হয় । কিভাবে ট্রেনের SMS পাঠাতে হয়
আরো পড়ুন: মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ইং
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান ও সময়সূচী | নীলসাগর এক্সপ্রেস কোথায় কোথায় থামে? নীলসাগর ট্রেনের স্টপেজ
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৬৫) | চিলাহাটি থেকে (৭৬৬) |
---|---|---|
বিমানবন্দর | ০৭:০৭ | ০৪:৫৩ |
জয়দেবপুর | ০৭:৩৩ | ০৪:২৭ |
বঙ্গবন্ধু সেতুপূর্ব | ০৯:০০ | ০৩:১০ |
মলাতলী | ১০:৩৯ | ০১:৪৫
|
নাটোর | ১১:১৬ | ০০:৩৩
|
আহসানগঞ্জ | ১১:৪০ | ২৩:৪৫
|
সান্তাহার | ১২:১৫ | ২৩:৩০
|
আক্কেলপুর | ১২:৪০ | ২৩:০১
|
জয়পুরহাট | ১৩:০৪ | ২২:৪৫
|
বিরামপুর | ১৩:৩৬ | ২২:১৪
|
ফুলবাড়ী | ১৫:৫০ | ২২:০০
|
পার্বতীপুর | ১৪:১৫ | ২১:৪০
|
সৈয়দপুর | ১৪:৪২ | ২১:০৩
|
নীলফামারী | ১৫:০৫ | ২০:৩৯
|
ডোমার | ১৫:২৪ | ২০:২১
|
আসন বিভাগ | টিকিটের মূল্য |
---|---|
শোভন | ৩৬০ টাকা |
শোভন চেয়ার | ৪৩৫ টাকা |
শোভন চেয়ার | ৪৩৫ টাকা |
প্রথম সিট | ৫৭৫ টাকা |
প্রথম বার্থ | ৮৬৫ টাকা |
স্নিগ্ধা | ৭২০ টাকা |
এসি বার্থ | ১২৯৫ টাকা |
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন